বন্ধ কারার অন্ধকারে
লক্ষ হৃদের রক্ত নাড়ে
যায় শোনা যায় দ্রোহের অগ্নিবীণ ,
সূর্য হাসে তূর্য হাতে
ব্যগ্র অধীর শীঘ্র প্রাতে
মসনদে ফের হতে সমাসীন ।


জালিম শাহীর জুলুম পাহাড়
ভাঙ্গতে হলে জাগরে আবার
ছিঁড়ে ফেল ডাণ্ডাবেড়ির বন্দী সেসব দিন ,


মিথ্যে ছায়া মর্ত্যে যখন
নির্যাতিত সত্য কথন
তুমি তবে খুললে আলোর দ্বার ,
হাদ্দাসানার দীপ্ত সুরে
রক্ত চোষার কণ্ঠ চিড়ে
তুললে আওয়াজ হক্বের দুর্নিবার ।


ভণ্ড রাজার দণ্ড ভুলে
ভয় দ্বিধাহীন উচ্চ গলে
তাকবীর তব বিষাদ সবার দেয় করে দেয় লীন ।  


বিশ্ব জুড়েই দৃশ্য এমন
দমন-পীড়ন , ভৃত্য নাচন
তুমি হেথা তুললে চেতন রব ,
আনলে হৃদে দ্রোহের ফাগুন
অরুণ প্রাণের রক্তে আগুন
তোমাতেই জাগছে তরুন সব।


প্রিজন ভ্যানেই সৃজন আরো
বাঁধ মানেনা সাধ হাজারো
রয়ে যায় অযুত কথার ঋণ  


_____________


তাহমীদ হাসান তামীম
৭.৫৫
১৬/১০/২০২৩ ইং