আমি স্বাধীনতা !
আমি দিবাকর ন্যায় অস্ত উদিত
সভ্যতার ভাগ্যখাতা ,


আমি স্বাধীনতা !
আমি কত জন আরাধ্য রোদ্দুর জ্বলজ্বল
আমি ইস্পাতসম কঠিন দৃঢ় , খুন দরিয়ার ঢল।
আমি কত মায়ের কলজে ছেঁড়া ধন , বুক ফাটা আহাজারী
আমি কত স্বপ্ন নীড়ে আচমকা গ্রেনেড হামলাকারী।
আমি শত সহস্র জায়া জননীর রক্ত আঁসুর রূপ
আমি চেতনার অগ্নিকুণ্ডে কখনো বারুদ ধূপ।
আমি যুদ্ধ ক্ষেত্রে পড়ে থাকা গলিত লাশের চোখ
আমি সব হারিয়ে নিঃস্ব লোকের স্বজনহারা শোক।


আমায় নিয়ে সৃষ্ট কত গল্প-কাব্য গাঁথা।
আমি দিবাকর ন্যায় অস্ত উদিত
সভ্যতার ভাগ্যখাতা ,
আমি স্বাধীনতা !


আমি গজনবী,সালাহউদ্দীন আর বখতিয়ারের শৌর্য
আমি খালিদ,তারিক,বিন কাসিমের ঔদ্ধত রণতূর্য।
আমি  রনাঙ্গনে উচ্ছ্বল ঘোড়ায় মৃতের উদ্দাম নৃত্য
আমি শহীদানের গোসলবিহীন খুনে ভেঁজা শেষকৃত্য।
আমি অসির ডগায় শত্রুসেনার চুয়ে পড়া লাল খুন
আমি বিজিতের হৃদে বাধভাঙ্গা খুশি , আনন্দ জোয়ার ধুম।


ভাবছো ! আমি এতোকিছু সব
তবু দুর্দিনে কেন নীরব ?


আমি দিয়েছি ধরা এ যাবৎ কালে অরুণ তরুণ স্বপনে
আমি অলসের ঘাড়ে বোঝারূপে চাইনা রোদন অরণ্যে।


আমি আহুত
অচিরেই আহুত !
যেদিন লাখো কণ্ঠের দৃপ্ত শপথে
ইথারে প্রতিধ্বনিত হবে এই সুর ...


ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনে আর নয় কভূ কোন্দল
এক পতাকায় সমবেত সবে , একতাই হবে সম্বল।


আমি আমার স্বত্ত্বাজুড়ে সেদিন ফিরে পাবো পূর্ণতা
আমি দিবাকর ন্যায় অস্ত উদিত
সভ্যতার ভাগ্যখাতা ,
আমি স্বাধীনতা !
আমি নির্বাক স্বাধীনতা !!
আমি শঙ্কিত স্বাধীনতা !!!