বর্ষার আগমন হলো যে ভাই
চলো সবাই গায়ে যাই,
আমাদের গ্রামটা বিশাল আকার
নদী আর জলেতে হয় একাকার।


বর্ষার আগমনে বৃষ্টির দিনে
মন যে সহসাই থাকে আনমনে,
বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দে
হারিয়ে যেতে চায় মন দূর দূরান্তে।


গাঁয়ের নায়ে চড়ে শাপলা তুলতে
বড়োই ভালো লাগে বন্ধুরা মিলে
মাঠ- ঘাট, পথ- প্রান্তর একাকার পানিতে
প্রকৃতির এ খেলা চলে কালেতে কালেতে।


বর্ষার আগমন বারতা তাই
সকলের কাছে বলে যেতে চাই,
বর্ষার ভেজা পরিবেশে চলো
সবার সুখ-আনন্দ মিলে মিশে;
দুঃখ-বেদনা ভাগ করে নিয়ে
এসো ঘুরে আসি গ্রামে গিয়ে।।