কেন যে মরীচিকার পেছনে ছুটে,
জানা নেই।
কিছুই পায়না, পাবেও না,
তারপেরেও ছুটে চলে।

ছোট এ জীবনে, চাওয়া ছিল সীমিত,
চায়নি তো বেশি কিছু।
সেই চাওয়া গুলো আজো চাওয়াই রয়ে গেছে।
মোনের পিপাসা মেটে নি।

জীবন তরী বয়ে চলে নিজের নিয়মে।
দুপুরের কাঠ ফাটা রোদের মত,
বুক ফাটে তৃষ্ণায়,
জল মেলে না কোন খানে।
পিপাসিত পথিকের মত,
জানে না দিন, জানে না ক্ষন।
মিথ্যে এক সাগরের খোঁজে
ছুটে চলছে জীবন।

জানা আছে এ জল তৃষ্ণা মেটবার নয়।
হবেই একদিন পরাজয়।
তবু কোমল অবুঝ এ হৃদয়
ভাবনার বিরোধীতা করে চলেছে।
তাই তো সময়ে অসময়ে মরছে,
দিন দিন ভেঙে যাচ্ছে।
বুঝেও বুঝতে চাইছে না।
মুখথুবরে পরছে।
একদিন নিস্তব্ধ হয়ে পরে রইবে গো ভাগারে।
সাগরের জল আর পান হবে না জনমে।

                এসব কথা বুঝছে না,
             জীবনের বাণী শুনছে না।
           মরীচিকা ডাকছে ইশারায়।
         তার মন নাচছে সেই তালে।
              জানে সে কিছু পাবেনা।
তারপরেও ছুটে চলছে সময় ক্ষন ভুলে।
বিশ্বাস তার,
একদিন সে তৃষ্ণার্ত পথিক খুজে পাবে,
তার কাঙ্খিত সমুদ্র,
সেদিন সে তৃপ্তি মিটিয়ে পান করবে
তৃষ্ণার জল।
এ জনমে না হলেও, কোন এক জনমে।

                                    ২৯ জুন, ২০১৬
                                     দুপুর ৩.০২ মি