আমার দেখা রাজকন্যা তুমি
মেলেছ আঁখি ডানা,
রুপের মায়ায় মুগ্ধ আকাশ
জগৎ কবি হয়েছি আমি ;


আকাশে  সাঁঝেরা করে খেলা
বাতাসে গায় গান,
দুটি  গাং চিল উড়ে বেড়ায়
নদীতে  মৎস মেলা;


মৃদু বাতাসে তোমা আঁচল ওড়ে
কোকিল গায় বসন্ত গান,
বৃক্ষরাজি ফুলে ফুলাচ্ছন্ন
মন উন্মাত্ত হয় বসন্ত ঝড়ে ।


কি রুপ দেখেছি আমি
তোমায় নিয়ে গান রচে যাই,
হাজারো ফুলের ভিড়েও
তোমাকেই খুঁজে পাই ;


তোমার পদ চিহ্নে পদ মিলাই
শুকনো পত্ররাজির ধ্বনি শুনি,
এক জোড়া শালিক উড়ে যায়
দোয়েল গায় প্রেম মাতাল কোন রমনী ;


অপেক্ষার প্রহর শেষ হয় না
একটি বার দেখায়,
প্রহর গুনে রাত্র কাটে
তোমার রুপেই এ হৃদয় দগ্ধ হতে  চায়।