তুমি কে?
এই হৃদয়ও গগনে-
সাড়া দিলে নিরবে,
রিক্ত আমাকে- দিলে কিছু সজতনে ৷


আজ এই ক্ষনে,
হৃদয়ে অনুভুতি জাগে,
অচেনা ঘুড়ি ভেসে আসে এই মনেরও আকাশে ৷
কিছু কথা দেখিছি তার আখিঁতে,
লেখেছিল সে মনেরও ক্যানভাসে,
পারেনি বলিতে কভু তা মুখে,
তবুও থেকেছে পাশে পাশে ৷


চাইলো সে বন্ধু হইতে,
পথে হঁটিতে আমারও সনে,
আমি পারিনু বুঝিতে-
সে জন বন্ধু হইতে জানে ৷


তবুও যেমনি -
তারা থাকে শুধুই আকাশে,
কথা হয় শুধুই বাতাসে বাতাসে,
কখনও যায়না তারে ছোঁয়া ৷


জানি তারার মতই সে-
হারায়া যাবে দিনের আলোতে,
তাই কভু-
করিনি মিতালি তাদেরও সনে ৷