অধরা
তালুকদার হুমায়ুন কবির


ওগো পরাণের অধরা,তুমি কবে দিবা ধরা
তোমার জন্য পরাণ আমার, হলো মাতোয়ারা।
তুমি আসবে বলে আশায় থাকি,কাঁদি ক্ষণে ক্ষণে
একটি বারও কি আমার কথা পড়ে না তব মনে।
তোমার হাতে আমার পরাণখানি বান্ধা
তোমার জন্য করি আমি যত সব ধান্ধা।
না জানি কোন বিধানে পাব তোমার মন
অহর্নিশি লুটে মাথা সামনে রেখে তব চরণ ।
কি ধনে,কি মনে করি তব জয়গান
আমি বলে নাই কেহ,শুধু তোমার দান।
তোমার দেহ,তোমার মন,তুমিই তাতে আছো
আর কিছু ধন চাই না,যদি একটু ভালোবাসো।