মাগো ! তুমি এত মায়া কোথায় পেলে বলো
লালন করেছো কোলে-পিঠে করে, কত না কষ্ট হলো।
হোক না যতই প্রবল ক্ষুধা খাও নি খাবার তবু
আমার পেটে ক্ষুধা রেখে খেলে, এমন হয়নি কভু।
মা’গো তুমি, তুমি মোর মা, তোমার তুলনা তুমি
শত সহস্র ঋণের বোঝায় তোমারই কদম চুমি।
তুমি যদি মা’গো যাও আজ ছেড়ে কিভাবে বাঁচবো বলো
যদি যেতে চাও তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো।
“মা” ডাকটি ডাকলে তখন কেন এত লাগে ভালো
তোমায় ডাকলে সরে যায় অাঁধার, দেখা দেয় যে আলো।
দেশকে গড়বো নতুন করে আমি মাথায় রেখে ওই হাত
করো দোয়া তুমি সরাবোই আমি জমকালো এই রাত।


কাব্যগ্রন্থের নামঃ মাতা মাতৃভাষা মাতৃভূমি
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী ২০০২
দ্বিতীয় সংস্করণঃ ফাল্গুন ১৪২০, ফেব্রুয়ারী ২০১৪