ঈদ মানে যত মুসলিম সব শান্তির কথা বলা,
হাতে হাত রেখে শত্রুর সাথে বন্ধুর মত চলা ।
ঈদের শিক্ষা শেখালেন নবী (সাঃ) ত্যাগের মহান গান,
‘ফিতরা তোমার ঈদ-সালাতের আগে করে দাও দান’ ।
যাকাত আদায় করো হে মুমিন, আল্লাহর নির্দেশ,
ধনী-গরীবের ব্যবধান তাতে হয়ে যায় নিঃশেষ ।
ঈদের জামাতে ক্ষমা করে প্রভু যত গুনাহগার প্রাণ,
কবর-হাশর-পুলসিরাতের নাযাতের ফরমান ।
ঈদ মানে খুশি ঈদ মানে সুখ মহামিলনের দিন,
ভেদাভেদ ভুলে শোধ করে দেয়া পরস্পরের ঋণ ।
সুখ-দুঃখ সব ভাগাভাগি করো যার আছে যতটুক,
আলিঙ্গনের শুভকামনায় মিলাবে সকলে বুক ।
সবচেয়ে বড় উৎসব ঈদ মুসলিম উম্মার,
ঈদ মোবারক শুভকামনায় ফিরে এসো বারবার !!!