১.
জীবন দুঃখের সব নদীগুলো মিশে গেছে এসে সাগরে
অথৈ সাগরে এ জীবন তরী পাবে কি সুখের ভেলারে?


২.
আমি তো কখনো চাইনি ধরতে মায়াবী সোনার হরিণ
তবুও দুঃখের আলিঙ্গনেই কেঁদে ফিরি রাত দিন;


আমার ছিল কি খুব বেশি ভুল?
গুনে গুনে তার লাখগুন তুমি
ফিরিয়ে দিয়েছো বিষে ভরা শূল,


এ বুকের মাঝে ব্যাথাজাগানিয়া নীল পাখি ডাকে জাগরে...
জীবন দুঃখের সব নদীগুলো মিশে গেছে এসে সাগরে !


৩.
মন চেয়েছিল জোছনার ঘরে জোনাকির আলো কিছুটা
সেই আপরাধে আজো আঁধারের পূজারী ছাড়েনি পিছুটা;


জ্বেলে দিবে বলে আঁধারে আলোক
কুঁয়াশায় শুধু ভাসালে দু’চোখ
উড়ে গেছে মন পাখির পালক,


এ জীবন যেন লোহার খাঁচায় বন্দী আজ এ নগরে...
জীবন দুঃখের সব নদীগুলো মিশে গেছে এসে সাগরে !