কত পরিযায়ী পাখি আজ ঝিলটার জলে।
কত দেশ পেরিয়েছে ওরা কাঁটাতার ভুলে।
কেউ দেয়নি বাধা, দেখতে চায়নি
পাসপোর্ট - ভিসা।
ওরা নির্দ্বিধায় এসে অন্য দেশে মেশে।
ওদের মধ্যে নেই ধর্মের কড়াকড়ি।


যেখানে ধর্মের কানাগলিতে
শ্বাসরুদ্ধ জীবন।
খুন হয় কত প্রেম, কত ভাতৃত্ববোধ।
রক্তাক্ত মানবতা, ধর্মের কারসাজিতে।
দেশে দেশে ঐ কাঁটাতারের বেড়া
ক্রুশের মত বিঁধেছে মানব হৃদয়।
যে কথা বলা যেত পাখিদের মতো,
বলা যায়নি সমাজের অস্থিরতায়।
ওরা উড়ে যাবে কাঁটাতার পেরিয়ে,
অনেক স্মৃতি আর ভালোবাসা বুকে নিয়ে।


হে সৃষ্টিকর্তা__
এতো প্রেম দিলে হৃদয় ভরে,
চোখ দিলে সুন্দরকে দেখবার,
পাখির মন দিলে না কেন???