কোথায় চলেছ আবহমান কাল ধরে....
কখনো সাম্রাজ্যের বিজয় রথের চাকা,
বয়ে নিয়ে গেছো এক সভ্যতা থেকে অন্য সভ্যতায়।
ফলিয়েছ বঞ্জর জমিতে ফসল।
শ্রমের বিনিময়ে তৈরি করেছো
স্থাপত্যের ইমারত...


তোমার নির্মিত স্থাপত্যে,
যখন ঝাড়বাতি শোভা পায়,
তোমার জীর্ণ কুটিরে হাজারো ছিদ্রে
চাঁদের আলো বিদ্রুপ করে।


কত সাম্রাজ্যের হয়েছে পতন,
তবুও শেষ হয়নি শোষণ।
এখনও শাসকের অঙ্গুলি হেলনে
দিয়ে যাও শ্রম,
বিনিময়ে শুধুই নিষ্পেষন।
কখনও বুকের ভিতর থেকে
লাভাস্রোত গড়িয়ে এসে
সমাজের পঙ্কিলতায় মিশে তৈরি করে বুদবুদ!
আর থেকে যায় শুধুই ধোঁয়া...


সংযমী থেকেছ তুমি।
মাথা নত করে সয়েছো যত অন্যায়।
বোঝনি, অন্যায় যে সহে,
সেও সমান দোষে দোষী।