তুমি দাঁড়িয়েছিলে সমুদ্রতটে,
জলে পা ভেজানোর আছিলায়।
চটুল সমুদ্র, কখন চুপিসাড়ে
তোমায় স্পর্শ করল...


তার পরশে তোমার মুখে শিহরণ।
সূর্যের রক্তিম আভার চেয়েও
লাল হয়ে গেল তোমার মুখ।


ফটোগ্রাফার ছবি তুলতে চাইলো।
তোমার কাঁধে হাত রাখলাম।
অদ্ভুত এক রোমাঞ্চ অনুভূত হ'ল।
' স্মাইল প্লিজ '...
সম্বিত ফিরে এলো।
জানি না, আজই বোধহয় তোমায়
এক সমুদ্র ভালবাসা দিলাম।


জীবনের হার্ডলস্ হাতে হাত ধরে
এক এক করে টপকে গেছি।
নদীর জলের মতো ভালবাসা,
আটকে পড়েছিল বাঁধে...


আজ বাঁধভাঙা প্লাবন,
সমুদ্রের উচ্ছাসে  ভাসিয়ে নিয়ে গেল
যা কিছু...