জাঁদরেল উকিলের যুক্তি জালে
প্রমাণিত হ'ল__"আত্মহত্যা "!
বিচার শেষ!
ঐ তথ্যেই সিলমোহর!
আর কোনো দায়িত্ব নেই সংবিধানের।


কেন আত্মহত্যা, সেই বিশ্লেষণ
কোর্টের এক্তিয়ারের বাইরে।
শুধু ধোঁয়াহীন কারখানার
বন্ধ গেটে কিছু প্রতিবাদী শুখনো মুখ।
মালিক পলাতক, ব্যাঙ্ক ঋণ নিয়ে।


ধণতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র...
ভারী ভারী তত্ত্ব কথায় ভরা।
নেতারা মেতে থাকেন বিশ্লেষণে!


নখদন্ত বিহীন বৃদ্ধ সিংহের,
শুধুই গর্জন।
রিং মাস্টারের অনুশাসনে
আজ গণতন্ত্র!


পৌষ্টিকতন্ত্রের গন্ডগোলে
কাপড়ে-চোপড়ে...
চলে স্যালাইন।
গণতন্ত্রে আজ গ্যাঁড়াতন্ত্রের ভাইরাস!
কোনো টীকা আছে কি???