খরা গেল, বন্যা এল,
কত ঘর ভেসে গেল।
দেনার দায়ে মরল চাষী,
কোথায় ছিলে মা?


শরৎ কালের নীল আকাশে,
পেঁজা তুলোর ভেলায় ভেসে,
এখন এলে মা?
সারা বছর কেমন গেল?
খোঁজ কি নিলে এসে?
দশ লাখি ঐ প্যান্ডেল ছেড়ে,
যাও একবার ঝুপড়ি ঘরে,
দ্যাখো ওদের চোখের ভাষা পড়ে।


ক্ষেতের ধারে কাঁদছে পড়ে
সদ্যজাত কন্যা।
পাঁচটি দিনের আনন্দে,
দেখতে কিছুই চাওনা....