হরেক রকম প্রেম আছে ভাই,
সামান্য তারই পেশ করে যাই।
কিশোর প্রেমের বাঁধ ভাঙা ঢেউ।
সেই প্রেম ভুলতে পেরেছি কেউ।


প্রথম গোলাপ ডাইরির খাঁজে,
মন যে এখনও সুবাস খোঁজে!
গুপ্ত প্রেম জীবন করে উত্যক্ত!
না ভুললে হৃদয় হয় রক্তাক্ত।


সুপ্ত প্রেমে থাকে অনেক ব্যথা।
মনে পড়ে আক্কেল দাঁতের কথা!
পরকীয়া প্রেমেতে যেওনা মজি,
পালাবার পথ যে পাবে না খুঁজি।


সূর্য প্রেমে সূর্যমুখী ঢলে পড়ে।
ঢলাঢলি প্রেম বাড়াবাড়ি করে।
হড়কালে পা, কি হয় জানে সবে।
মাখামাখি প্রেমে সাবধানে রবে।


গভীর প্রেম হৃদয় অনুভবে,
কখনো প্রকাশে, কখনো নীরবে।