সকালে বসিয়ে দিয়ে গেছে,
জানালার ধারে চেয়ারটায়।
বাইরে ঘন কুয়াশার চাদর,
জানালা খুলতে মানা।
দুদিন ধরে একটা দাঁড় কাক
ডেকে যায় বারবার!!
সবার মনে তৈরী করেছে আশঙ্কা।
আঁটোসাটো হয়েছে আমার সুরক্ষা।


টেবিলে রাখা জীবনানন্দ - রবীন্দ্রনাথ
আমার সঙ্গী।
আর সঙ্গী..
ফেলে আসা দিনগুলোর স্বপ্ন।
ওরা রোজ রাতে আমাকে নিয়ে
ছুটে বেরায় শৈশব কৈশোরে।


কাল রাতের স্বপ্নে শঙ্কিত হয়েছে মন।
বিশালাকার এক পাখির ডানায়
বসে চলেছি আমি  অন্ধকারে,
অজানার পথে।
স্বপ্নে যাকে চেয়েছি বারেবারে
আসেনি সে আমার দ্বারে।
হাসি মুখে যদি না-ই আসো,
তবু একবার এসো অভিমানী মুখে।
হৃদয়ের সমস্ত অনুভূতি কন্ঠে এনে
শুধু একবার বলি, 'ভালবাসি'।
নিঃশব্দ নিঝুম অন্ধকারে,
সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে
স্পর্শ করুক তোমার হৃদয়।


তারপর শুধুই নিকষ অন্ধকার....