ছোটবেলায় বড় সাধ করে একবার
একটা কবিতা লিখে স্যারকে দেখিয়েছিলাম।
তিনি সেটার কিছু বানান ও ব্যাকরণগত ভূল ধরলেন,
এবং ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বিষয়ক লম্বা লেকচার দিলেন।


তারপর থেকে ব্যাকরণ  শিখতে শিখতে
আমার কবিতা লিখা আর হয়ে উঠলো না।