জীবন যখন রঙিন ছাই উড়ায়,
সাদাকালো আগুন হয়ে পুড়ে যাই
একটা একটা করে সবুজ পাতা হলদে পাতা
কটমটিয়ে উঠে শীতের হাওয়ায়
বিধস্ত প্রকৃতির প্রেমী পরি
একটু একটু করে তখন নিজেকে চিনতে থাকি,
ভাবতে থাকি,
মোহনার পর মোহনার অমিলের মিল ডুবিয়ে দিয়ে কি ভীষণ ভালোবেসেছি একে ওকে,
কই কেউ তো চোখের জলের নকশা বুঝলো না,
কই কেউ তো চোখের জলের গন্ধ পেলো না,
কই কেউ তো রসহীন হাসির বিষ ধরতে পারল না।
আয়োজন সব ভেস্তে দিয়ে নিজের জন্যে আকাশ কিনতে ব্যস্ত হলাম,এরপর ভূমি,
একটা চাঁদের খণ্ড,
কিছু গাছ,
কয়টা নদীও কিনে নিবো।
সেসব হবে বেঁচে থাকার ঠুকঠাক করা খেলনা।