আমার সমুদ্র



আমার প্রিয় একটা সমুদ্র ছিল
আমি যখন তখন তার সামনে হাজির হতাম
যার বুকে কোন সর্বনাশা ঢেউ ছিলনা
তাকে দেখা মাত্র আমার সব ক্রোধ উবে যেতো
মন ভাল হয়ে যেতো
আমি তাকে প্রানভরে দেখতাম
তার পানিতে হাত পা ভিজিয়ে বসে থাকতাম
ইচ্ছেমতো অবগাহনে নামতাম
সে আমাকে সাদরে গ্রহন করতো তার মতো করে
যেন তার জন্যই আমার সৃষ্টি হয়েছে
যেন আমাকে পেলেই সে কানায় কানায় পূর্ণ হয়
সে আমাকে বড্ড আপন করে নিতো।


অথচ আজ তার কি বির্বন চেহারা!
তার বুকে এখন শুধুই শর্বনাশা ঢেউ
মুর্হুমুহু তার ঢেউ আছড়ে পরে আমার বুকে
আমি সইতে পারিনা
আমি সহায়সম্বলহীন হয়ে পড়ি
আমি অপেক্ষায় থাকি......
আবার কবে আমার সেই প্রিয় শান্ত সমুদ্রটাকে ফিরে পাবো?



কাল স্বপ্ন দেখেছিলাম
হ্যাঁ, শুধুই স্বপ্ন
না, তোমাকে না
আমার সমুদ্রটাকে।


আহা......, কতদিন পর
আমার চীরচেনা সেই সমুদ্রটাকে দেখলাম
কতদিন তার জলে পা ভেজাই না
কতদিন দু’হাতের আজলাতে তাকে তুলে নিয়ে বলি না
ইস্‌ তুই কি স্বচ্ছ! কি সুন্দর!
আমায় একটু ছুতে দিবি
খুব বেশীতো নয়, মাত্রতো একটিবার
তোর জলে আমার সর্বাঙ ভেজাব
খুব বেশী হলে না হয় ডুব সাঁতারে হারিয়ে যাবো।


আমার আর সাধ্য কি
আজীবন তোকে আটকে রাখার
তুইতো স্বাধীন তোরই মতো
যে কাউকে খুশী আপন করার।



কাল আবহাওয়াবীদরা বলেছিল
কালবৈশাখী, হ্যরিকেন বা সাইক্লোন কোনটাই হবে না
নৌ-বন্দরগুলিতে কোন সর্তক সংকেত দেখানোর প্রয়োজন নেই
আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে
তবে ঝড় বৃষ্টি কোনটাই হবে না


সবকিছুই ঠিকঠাক ছিল
রৌদ্রজ্জলকিত দিন ছিল
আকাশে সাদাসাদা মেঘ ছিল প্রতিদিনের মত
তবুও কোথাথেকে এক রাশ দমকা হাওয়া এসে
আমার সাজানো গছানো জীবনটাকে ওলট পালট করে দিল
আমার সমুদ্রটাতে আবার বিশাল বিশাল ঢেউ উঠল
সমুদ্রটা ফুলে ফেঁপে উঠতে থাকলো
সমুদ্রের এই বিরুপ আচরন আমাকে রীতিমত স্তম্ভিত করল
আমি সব কিছুই মেনে নিলাম।


এরই মাঝে অনেক পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন হয়ে গেল
আমি আবারো মরে যেতে থাকলাম, শুধু আমার প্রানটা রয়ে গেল।



কি এমন তুমুল প্রয়োজন ছিল তোর
জন্মেই তুই এ দেশ থেকে অন্য দেশে
মিঠা জল থেকে নোনা জলে
এইভাবেই বুঝি সমুদ্রের জীবন চলে।


আমি এখন যেদিকে তাকাই
শুধু পানি থৈ থৈ
দিক হারিয়ে ফেলা নাবিকের মতো
আমার এখন গন্তব্যহীন যাত্রা।


এ আমায় কেমন শাস্তি দিলি তুই সমুদ্র
তোর ১৫৫কিমি জুড়ে ছিল শুধু আমারই বিচরন
তবে আজ কেন সেখানে দেখিতে পাই
অন্য, অন্য কোন এক পুরুষের আরোহন।



কাল তোকে দেখলাম
তোর চোখের দিকে তাকাতে পারিনি
সেখানে এখন অন্য কিছু খেলা করে
তোর সারা দেহে এখন ভাটার টান।


আমার সমুদ্রটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে
হারিয়ে যাচ্ছে নাম না জানা পথে
সে এখন শুধু পশ্চাতেই ধাবমান
আবার কোন তাজা প্রান কেড়ে নেওয়ার জন্য হচ্ছে আগুয়ান।


তোর মুখের দিকে তাকালাম
আমি যেনো অন্য কিছু দেখলাম
এক ধরনের অপরাধবোধ, বিষাদ্গ্রস্থতা তোকে ছেয়ে আছে
তোর উচ্ছল খল্‌ খল্‌ হাসি ঢেকে গেছে তার নীচে
খুনী খুন করে চলে যাওয়ার পর তার শরীরে যেমন লেপ্ট থাকে খুনের চিহ্ন
ছোপ ছোপ রক্তের দাগ, হাতের ছাপ ইত্যাদি
কোনভাবেই মুছে ফেলা যায়না তা
তোর সারা অবয়বে আমি শুধু তাই দেখেছি প্রতিনিয়ত।