কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
আমার অন্তরের অন্তঃস্থল কেঁপে উঠল
কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
আমার পর্বতপ্রমান দৃঢ়তা ধ্বংস হল।


কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
জাদুকরী কিংবা ছলনাময়ীদেরকেও হার মানলে
কি চোখে তাকিয়ে ছিলে জানিনা
আমি নিজেকে সঁপে দিলাম তোমার প্রেম অনলে।


আমি একবার তাকাই, আমি বারবার তাকাই
তোমার ঐ হৃদয়গ্রাহী চোখের দিকে
আমি বিস্মিত হই আমি নত হই
আমি ধ্বংস হই তোমার ঐ তীক্ষ্ণ দৃষ্টিতে।


আমি বিমোহিত হই আমি সম্মোহিত হই
তথাকথিত প্রভুভক্ত প্রানীর মত
আমি নিজেকে পুনরায় সৃষ্টি করি
তোমার দৃষ্টির চাহিদামত।