আমাকে ভালবাসতে হবে না।/
শুধু চলতি রাস্তায় ইটের চোরা আঘাতে,/
রক্তাক্ত পায়ের বুড়ো নখ দেখে, অস্ফুট স্বরে বলো,/
রাস্তায় দেখে চলতেও পারো না?/


আমাকে ভালবাসতে হবে না।/
শুধু বে-নিয়মে দিনে রাতে চলে ফিরে,/
জ্বরে পুড়ে বিছানায় শুয়ে রইলে, ফোনে উৎকন্ঠায় বলো,/
একটা নাপা ট্যাবটেলও কি বাসায় নেই?/


আমাকে ভালবাসতে হবে না।/
শুধু গ্রীষ্মের কড়া তাপ বিলানো রোদে পুড়ে,/
চোখ লাল আর চামড়া কালো দেখে, শাসানি দিয়ে বলো,/
ছাতাটা কি আবারও হারিয়েছ?/


আমাকে ভালবাসতে হবে না।/
শুধু বরষার জলের হেয়ালি আগমনে  ভিজে ,/
একমাত্র মোবাইল নষ্ট হলে, ধমকে বলো,/
সামান্য পলিথিনও কি মানিব্যাগে ধরে না?/


আমাকে ভালবাসতে হবে না।/
শুধু গোগ্রাসে পুরি খেয়ে কোন বিকালে,/
গ্যাসে নাজেহাল শুনে, রাগ করে বলো,/
রাক্ষসের পেট কখনই ভরবে না?/


আমাকে ভালবাসতে হবে না।/
শুধু শরতের প্রশান্ত সন্ধায় রুপসার জোয়ার জলে,/
পা ধুতে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছ শুনে,/
খিলখিলিয়ে হেসে বলো, বলদা কি গাছে ধরে?/


আমাকে ভালবাসতে হবে না।/
শুধু তোমার মত করে কেতাদুরস্ত ভাল থাক।/
কারন অকারনের ছোট্র ছোট্র অভিব্যক্তি,/
আমার ভালবাসার প্রকান্ড গ্যালাক্সী।/