চলো চলে যাই অনেক অনেক  দূরে,
যেখানে চাদের আলো নেমে জড়াজড়ি করে,
যেখানে কুয়াশা নেমে অল্প জিরিয়ে নেয়,
যেখানে সুখেরা মেতে উঠে দাপিয়ে।
চলো চলে যাই অনেক অনেক দূরে,
যেখানে তারা খসে পড়ে জ্বল জ্বল করে,
যেখানে দিগন্তের নীল সবুজে মিশে,
যেখানে ভালবাসা নিয়ত হাসে।
চলো চলে যাই অনেক অনেক দূরে,
যেখানে ভয়-ডর কেঁপে মরে,
যেখানে সব প্রেম পূর্ণতা পায়,
যেখানে তোমার চোখ অচেনা নয়।