এই নাচ না জানা ; আটসাট নীল টাই,
কেতাদুরস্ত চলন ভাব - বেমালুম ভুলে,
বুকে চড়ে বসে, বাতাসের তাথৈ তালে,
উন্মাদ হয়ে ঘুরেফিরে, উড়ুউড়ু নেচে,
স্মৃতির জোয়ার সেঁচা হেকচা তোড়ে,
দীঘল কালো চুলের কিংবদন্তি নাচন,
চুপিচুপি  হৃদয়ে বলে, ভূমিকম্প আনলে,
কি দোষ বল, "আমার ভালবাসা শিখে"?


০৯/০১/২০১৮
আলতাফ ম্যানসন, খুলনা।