ভালবাসা শিখব বলে-
শিশিরের কাছে গিয়েছি।
শিশির বলল-
ঘাসের বুকে স্নিগ্ধতা নিয়ে ঝরে পড়
তুমিও সবুজ শীৎকারে মুগ্ধ হবে।


ভালবাসা শিখব বলে-
চাঁদের কাছে গিয়েছি।
চাঁদ বলল-
স্নিগ্ধ আলো হয়ে ; ছড়িয়ে পড়,
তুমিও রাতের আলিঙ্গন পাবে।


ভালবাসা শিখব বলে-
আকাশের কাছে গিয়েছি।
আকাশ বলল-
বিশালতার কথন ; বুকে জাপটে ধর
তুমিও নীল জোয়ারে নাইতে পারবে ।


ভালবাসা শিখব বলে-
নদীর কাছে গিয়েছি।
নদী বলল-
নিরন্তন সাহস করে ; বয়ে যাও
তোমার বুকে মেঘ কন্যা আছড়ে পড়বে।


ভালবাসা শিখব বলে-
ঝর্ণা ডোবা নূড়ির কাছে গিয়েছি
নূড়ি বলল-
চুপিচুপি চেয়ে রও ; নিমগ্ন ধ্যানে
তোমায় জলস্তন্য স্রোত ছায়ায় মুড়ে দিবে।


ভালবাসা শিখব বলে-
ফুলের কাছে গিয়েছি।
ফুল বলল-
বাহারি রঙে ; যৌবন আঁক
ভ্রমর তোমায় চুমু দিবে বারেবার।


ভালবাসা শিখব বলে-
আগুনের কাছে গিয়েছি।
আগুন বলল-
তাপ জ্বেলে পোড়াও ; হৃদয় বাতি
সভ্যতা তোমায় ইতিহাসে রাখবে।


এই  তাপেলা আগুন,  রাঙা ফুল,
নিরস ডুবন্ত নূড়ি, দুরন্ত নদী, মস্ত আকাশ,
রাতের মিষ্টি চাঁদ, সকালের ধ্যানী শিশির,
সবাই বলল - ভালবাসা শিখতে হলে,
প্রেমিকের মৌন তরঙ্গ বুকে ধরতে হয়।