তোমার চোখের আড়াআড়ি,
অল্প কালোর টানের তুড়ি,
চোখ সাজাবে  আহামরি,
একেই বলে কাজলগিরি,
দেখ কালোর  বাহাদুরী,


জল শকটের তলায় কালো,
কালোর গুণে জল সামলে,
ফসফসিয়ে নাও এগোল,
গাঙ যে বাবু নস্যি বল,
এটার পিছেও কালো ভালো।


বিয়ের আগে সাদা চুল,
বাধবে দেখ হুলস্থুল,
কনে বল, বর বল,
খুজছে কেশ শুধু কালো,
বিয়ে ঘরে কালোই আলো।


বই খাতার জ্ঞানের দেশে,
কালোর কদর কঠিন বেশে,
ছাপা পেপার কালোয় শ্রেষ্ঠ ,
কালো কালিতে স্যার তুষ্ট,
কালো মানে জ্ঞানের রাষ্ট।


রাত শ্রেষ্ঠ কালোর গুণে,
প্রিয়ার তিলও কালো বর্নে,
মেঘ কন্যা কালো স্বর্ণ,
তবুও কালো ব্রাত্য মেনে,
সবাই কালোর হিংসা করে।