আমি বারবার তোমার প্রেমে পড়তে চাই।
বেহায়া, নির্লজ্জ শত তকমা হেয়ালে উড়িয়ে,
চোখে রেখে চোখ, ভালবাসার নিগুঢ় অর্থ পড়তে চাই।
হয়ত রোদেলা দুপুর গড়িয়ে সাজ নামবে নিশ্চুপ,
রাত গড়িয়ে, মহাব্যস্ত গর্ভবতী দিনের চলাচল শুরু,
দিন-রাতের চলাচল ঋণ খেলাপীর উদ্ধতায় এড়িয়ে,
প্রেম অলসতার প্রগাঢ় মুগ্ধ জোয়ার ঢেউয়ে বসে,
তোমার সঙ্গ সুখের আরাধ্য বৃষ্টিতে ভিজতে চাই।
ঠুনকো উছিলায় পেলব হাত আলতো ছুয়ে দিতে চাই।
মুখ সাজান ছোট তিল তন্ময় হয়ে দেখতে চাই।
বাতাসের হেকচা টানে মুখ ঢাকা বেসামাল চুল,
মিষ্টি হেসে সরিয়ে ; রুপ স্নানে ডুবতে চাই।
আমি বারবার তোমার প্রেমে পড়তে চাই।
ভাব যদি লোক কথার বর্ণহীন ঝাঁজাল বেসামাল টান,
নষ্ট তিলক আঁকার  শিল্পিত ষড়যন্ত্রের শাশ্বত জাল,
লোক কথা আর ষড়যন্ত্র ; পরিযায়ী পাখির সাহসিকতায় দমিয়ে
ধ্যানী বকের আকাংখা কাঁচা হলুদের মত মেখে,
তোমার হাসি ঘোড়ার চঞ্চল নাচে মজতে  চাই।
রিনঝিন বেজে চলা রেশমী চুড়ির শব্দে জ্ঞান হারাতে চাই।
ছোট কপাল টিপে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য হারিয়ে দিতে চাই।
এক জোড়া রুপালী নূপুরের ঠান্ডা শব্দে মাতাল হতে চাই।
আমি বারবার তোমার প্রেমে পড়তে চাই।


আলতাফ ম্যানসন,খুলনা।
০৫/০৭/২০১৭