একরত্তি ছেলে, পড়ে কেবলী পাঁচ ক্লাসে,
আমি জীবনের কোহিনূর বলি ভালবেসে।
সেদিন ক্লাস শেষে বাড়িতে ফিরে এসে,
আচমকা ঝাঁপিয়ে কোলে চড়ে বসে।
আমায় সুধায়, জিজ্ঞেসার পেখম খুলে,
বাবা,এসেম্বিলি তে হেড স্যার মাইকে বলে,
"বঙ্গবন্ধুই স্বাধীনতার একমাত্র ঘোষক"
কিন্তু বাবা, শুভ স্যার ক্লাসে ফিরে হাঁকে,
"হেড স্যার ডাহা মিথ্যার বেসাতি করে!
মেজর জিয়া নাকি  ঘোষক স্বাধীনতার?"
বল বাবা, " কোন স্যারটা সার বলে,
রোদন ভরা বুকে অশান্ত ঝড় বয়ে  চলে,
দু'জন স্যার মুখোমুখি ঠাঁয় দাড়িয়ে,
অশ্রাব্য গালির স্রোত ভেসে উঠে হৃদয়,
দুদন্ড ছেলেকে রাজনীতির পাঠ দিতে,
কোন রুচি বোধে ষাড় সম বুলি একজন চিন্তে।