আজ আমার যদি -/
শান্তির নোবেল পদক থাকত,/
এই মানবতার দূর্দিনে; তাপ জ্বেলে,/
শান্তির নোবেল বানাতাম তরল।/
রোহিঙ্গা রক্ত জোয়ার জলে,
মূল্যবোধহীন নোবেল পুষে!/
কি লাভ বল মেকি ভূষা বেশে?/


বরং ভাল নয় কি?/
তরল নোবেল দিয়ে - শিকল বানিয়ে,/
ময়ূরের সাবলীল পায়ে বেড়ী দেয়া।/
রোহিঙ্গা রক্ত মেরু দেশে মুক্ত ময়ূর নাচিয়ে,/
কি লাভ বল মানুষ হাসিয়ে?/


বরং ভাল নয় কি?/
তরল নোবেল বুদ্ধের চরণ যুগলে সঁপে।/
অবিরত প্রার্থণায় কেঁপে,/
মানবতার চোখ অন্ধ ও কান বধির করবার কামনা।/
কি লাভ বল মুক্ত চোখ কানে?/
যখন রোহিঙ্গা রক্ত প্লাবন দেখে,/
নিউরন শোক-তাপহীন সংকেত রাখে।/


বরং ভাল নয় কি?
তরল নোবেল পদকে পেষা কালো কয়লা দিয়ে/
সমস্বত্ব মিশ্রণের প্রলেপ বানিয়ে,/
স্বর্ণ প্রভা পাডউক ফুলের পাপড়ি দেশে,/
কলঙ্কের কালো তিলক চিহ্নের ছাপ ঠাসা!/


শান্তির নোবেল! তুমিও নষ্ট রাজনীতি পা'এ,/
কি করে এত সহজে প্রনাম ঠুকে মিশে যাও?/


বিঃদ্রঃ ময়ূর ও পাডউক যথাক্রমে মিয়ানমারের জাতীয় পাখি এবং ফুল।


উৎসর্গ: আহত, নিহত এবং নির্যাতনের স্বীকার রোহিঙ্গা বাসীর পূর্ণ স্মৃতির পবিত্র বেদী তে।