এ রাষ্ট আমার নয়।/
যেথায় খাবার থালায়/
পূজার দেবতার ভাঙা মূর্তি রাষ্ট গোগ্রাসে গিলে নেয়।/
কৃষ্ণ নগর সাপের মত খোসল ছেড়ে শাহজালাল নগর হয়।/
এ রাষ্ট আমার নয়।/
যেথায় বুদ্ধের হাত অগ্নি স্ফুলিগে পুড়ে যায়।/
সাত খুনের লাশ ভাসে শান্ত শীতলক্ষ্যায়।/
ইয়াবার মায়াবী নেশায় নব প্রজন্ম ভেসে বেড়ায়।/
এ রাষ্ট আমার নয়।/
যেথায় লোনা জলে বুক ভেসে মার্সিয়া গান গায়।/
অগুনণ গুম হওয়া নিঃস্ব পরিচয়,/
কোপের ক্ষত বসে কাদেরের নিরব পায়ে।/
ফ্যালানির নিষ্পাপ লাশ ঝোলে কাঁটা তার বেয়ে।/
এ রাষ্ট আমার নয়।/
যেথায় ড্রেনে নবজাতকের দেহ নিয়ে,/
সারমেয় সচেতন পাহারায় ডুব দেয়।/
কোন ছাত্র  অস্ত্র  হাতে মেতে ওঠে পাল্লায়,/
টেন্ডারের বক্সে রাজনীতির কটু চাল রয়,।
এ রাষ্ট আমার নয়।/
যেথায় মাঝরাতে মহিলা হলে পুলিশী  লাঠি কথা র্নিলজ্জ কয়,/
মাতৃ জঠরে শিশুও অবলীলায় গুলি খায়।/
সুন্দরবনের পেটে কয়লার বিদ্যুত কেন্দ্র বাস্তবে এগোয়,/
আশ্রয় নিতে আসা রোহিঙ্গা নাও বার্মা ফিরে যায়।/


এ রাষ্ট নিপীড়ক, জেনে নিও; কোন মানুষের নয়।/
বড়জোড় কোন মোড়লের নষ্ট জলাশয়।/