প্রথম আলোই ফেরা
আধার ফেরিেয় এসে আমি
অচেনা নদীর স্রুতে
চেনা চেনা ঘাট দেখে নামি
কেন জানি..
চেনা তবু চেনা নয়
এভাবেই স্রুত  বয়ে যাই
খোদারকসম জান
আমি ভালবেসেছি তুমাই
ফংড়িঙ্গের উড়ে যাওয়া
ড়ানাই রংধনুর নীল
জন্মে জন্মে দেখা
দুপুর আকাশে একা চিল
তারই মতো বেসে যাওয়া
চুপিসারে দুখানি ড়ানাই
আমি খুঁজেছি তুমাই
গানে গানে কেঁদে মরা
বোকা প্রেমে যে আহংকার
তুমাই খুঝেছি সুধু
কিআদিন বাচার নেশাই
খোদারকসম  জান আমি
ভালবেসেছি তুমাই  ।