তন্দ্রায় খুঁজি কোন পাগলের প্রলাপ
বুকখানা তার মানচিত্র,
বলে বারংবার বলাতে পাগল
হতে পেরে গর্বিত আমি মিত্র।


তন্দ্রায় খুঁজি এমন বাবাকে
সংসার ভেবে পথশিশুকে,
অনাহারের অন্নজল তুলে দেয়
আদরের বলি অন্যের সন্তানকে।


তন্দ্রায় খুঁজি এমন প্রেমিক কে
রাণী ভাবে বাংলার বিশালতা,
প্রকৃতিজ নয় গড়া অম্লিন
সবি ভালবাসার জল নির্মলতা।


তন্দ্রায় খুঁজি এমন নেতাকে
নিজে না খেয়ে ভাবে জনতার,
দিক নির্দেশক সবার মাতার
চাইবে জয় মানবতার।


তন্দ্রায় খুঁজি এমন মা কে
দেশ টি যেন তারি প্রতিচ্ছবি,
আদরের সন্তান কে গড়বে
অহিংসক মানবতার কবি।