সাদা দালানের ঐ বাড়িটায়
থাকে আমার আত্বার স্বত্বা,
সব দিয়েছি বলেই তাকে
চত্বাল অন্তর তার-আমার
জীবনী লেখতে খুঁজে একি খাতা।


সেই দালানে কোণাভিমুখী
শুধুই আমার চোখ,
অন্য কেউ তাকালে তবে
অন্যভাবে নেই যে তাকে
চিন চিন করে মনের অসুখ।


সেই দালানের বাগান তার
হাতে স্বপ্নিল বৃক্ষের প্রাণ,
কেউ যদি ছোঁয় একটি পাতায়
গুমরা মুখে করবে অভিমান
আসে স্বত্বায় বিরহের বাণ।


বিকেলবেলা সেই দালানে
আমার সাথে একটু চোখাচোখি,
গোধূলি আসে হলুদ সাজে
সুন্দীয় প্রেমেন্দ্র মোহে
আনন্দময়ী হই মহাসুখে।