স্মৃতিপথ আজ মধুর
তোমাদের স্মৃতিপট,
বাংলা হবে নাকি উর্দু
তোমরাই খুলেছো জট।


বুকপেতে যা রক্তের দামে
দিয়েছো মায়ের ভাষা,
স্মৃতিতে তাই ৮ই ফাল্গুন
বাঙ্গালীর এত ভালোবাসা।


পলাশ শিমুল ফুলে তোমাদের
স্মৃতিময় রক্ত লালের আভা,
বিমুগ্ধ শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি
চেয়ে বলো আর কি নিবা।


চেয়েছিলে যা প্রাণের বিনিময়
দিয়ে গেলে জাতীকে,
আমরা গর্বিত তোমাদের গর্বে
জল আসে আবেগময় চোখে।


আজ লেখছি কথা বলছি
সেতো তোমাদের দান,
কথা দিচ্ছি প্রতিশ্রুতি করছি
রাখবো মায়ের ভাষার মান।


অ আ আমাদের রক্তের স্বত্বা
তোমাদেরও ছিল তা,
তোমরা নাই তাই বলেই আজ
শহিদ মিনারে চলে নীরবতা।


পাদুকা খুলে সম্মান জানায়
তোমাদের রক্তের ভাই মেনে,
হানাহানির এই যুগে এসেও
ভুলিনি তোমাদের,তোমরা যাও জেনে।


ফুলে ফুলে সাজিয়ে তুলি
তোমাদের লাখো স্মৃতিসৌধ,
পারি আমরা বাঙালী বলেই
বাংলাতে করিনা বিরোধ।