আজ এই মুহুর্তটাকে পেড়িয়ে
যেন ঘুরে দাঁড়াতে পারি;
শক্তি দাও মালিক!
যারা অবিশ্বাস করেছিল;
চুর্ন বিচুর্ন হোক তা, আমি যেন অটুট থাকি।
উঁচু নিচু পথে আমি একাই ছুটে হাপিয়েছি;
কেউ বলেনি, এসো সরল পথ দেখাই ভ্রান্ত পথিক!
মনের ভুমিতে উড়াই যুদ্ধের নিশানা;
প্রতিপক্ষ বিবেক।
যত ভুল হয়েছিল শুধরে নিলাম;
মুছে ফেলে আবেগ!
যে চক্রে ঘুর্নিয়মান, সে চক্র করি ভেদ;
আমি যা ছিলাম তাই আছি,
সবার সাথে এই বিভেদ।
আজ আমি নিজেকে চিনি,
চারপাশটাও চিনি,
চিনি পচে যাওয়া মানুষের বীজ!
এখন মানুষ দেখলেই বুঝি;
কে পর কে নিজ!


(আংশিক)


#বুনচুন_ফুল