ভেজা, ভেজা মেঘে আংগুল ছুঁয়ে
একেছি তোর ছবি;
ছন্নছারা হাওয়া ভাসিয়ে নিল
মেঘগুলো মুছে দিয়ে সব ই!
পাহারের চূরায় দাঁড়িয়ে হাত বাড়িয়েছি
রংধনু ছোবো বলে;
আকাশে তখন বূষ্টি মেতেছে
সূর্যটাও পড়েছে ঢলে!
চাঁদের আলোয় তোকে দেখবো বলে
আজ অন্ধকারের ছুটি;
ভোর এসে দাড়িয়েছে আমার পূথিবীতে
স্বপ্নরা খায় লুটোপুটি!
অজস্র রাতের চোখ জ্বালা করা
ঘুম নিয়ে জেগে আছি;
দিন ফুরোলেই আর একটি রাত্রি পাব
সে আশায় তুই, আমি বাচিঁ!