সাদা বকের দেখা মিলে
শুভ্রতার শরতে।
যেখানে কাশফুল দোল খায়,
পড়ন্ত বিকেলের মুগ্ধতায়।
নীল আকাশের মেঘের ভেলায়,
পানকৌড়ি উড়ে যায়,
নীড়ে ফেরার আশায়।
কখনও মেঘের মিলন,
কখনও বা রোদের আগমন,
এই তো শরত চিরন্তন।
স্বর্ণচাপা কিবা কাঠালচাপার ভিড়ে,
শাপলা শালুকের দেখা মিলে।
উদাসী মন খুজে ফিরে প্রিয়জন,
তাই দেখে দিগন্তে ফিরে এল কুয়াশার আবরণ।