চারদিক খুব শান্ত নীরব,
ছোট্ট এক কথায় হলাম সরব।
তার অজুহাতে নেই কোন মানা,
অপেক্ষার প্রহর পরল চাপা।
আমি এসেছি প্রিয়,
সুখসাগরে ভাসলাম আমিও।
একটু একটু করে বাজল সুর,
কান পেতে শুনা যেন সুমধুর।
আমি নেই যেন আমাতে,
হারিয়েছি তোমার ভূবনে।
ধীর লয়ে পথ চলা,
তোমার হাতের পরশে হলাম আত্মহারা।
দীঘির এক কোণে বসে,
জলের ফোটায় দিলাম তোমার গা ভাসিয়ে।
মনের যত কথা হয় না যেন বলা,
শেষ হয়েও হবে না তা।
ছাড়তে নাহি চাহে এ মণ,
থাকো তুমি আমার পাশে সারাক্ষণ।
আমি তো তোমারই,
ডাকলেই হব জোনাকি।
সব ভালবাসা আজ দিলাম,
বিনিময়ে তোমার সময় নিলাম।