কালো আধাঁরে-
এতো নিগ্ধমায়া কেন?
চাঁদের রশ্মি-
এতো কোমল কেন?
সকালটা-
এতো শান্ত কেন?
বিকেলটা-
এতো আলসে কেন?
নদীর স্রোত-
এতো মনোরম কেন?
ভালবাসা-
এতো আবেগী কেন?
উত্তরের সন্ধানে,
আজও হেঁটে যায়,
এই বিরল পথে।।