ব্যস্ত অফিসের কাজে,
ব্যস্ত বন্ধুদের সাথে,
ব্যস্ত এটায় সেটায়,
ব্যস্ত দিয়ে জীবন সাজায়।
বাসায় ফিরে রাত-বিরাতে,
কথা বলার সময় নাই যে।
ঘুম থেকে উঠে,
বের হতে হবে খুব সকালে।
ব্যস্ত ব্যস্ত করে জীবন
বল না তো আছি কেমন?
হায়রে ব্যস্ত জীবন
নি:স্ব করেছ এ ভুবন।
প্রিয়ার সুখ নাও কেড়ে
ব্যস্ত জীবনের আড়ালে।।