তুমি যে গৃহিনী,
কাজ-কর্মে নেই কোন জুড়ি।
সকাল থেকে সন্ধ্যা
নেই কোন তন্দ্রা।
ঘুম থেকে উঠে
স্বামীকে পাঠাও অফিসে।
বাচ্ছাদের তৈরী করে,
দিয়ে আসো স্কুলে।
সংসার গুছিয়ে
শ্বশুড়-শ্বাশুড়িকে দেখে,
দুপুর-বিকেল যায় যে কেটে।
পরিবারের অসুখে
হয়ে যাও ডাক্টার।
সন্তানের পড়াশুনায়
হয়ে যাও মাস্টার।
পরিবার গুছিয়ে
হয়ে যাও ডিজাইনার।
নিয়মের অনিয়ম হলে
হয়ে যাও পুলিশ অফিসার।
সুখে রাখো-সুখে থাকো,
পরিবার নিয়ে।
তুমি যে সংসারের রাজা,
হয়না তোমার তুলনা।।