হাজার কষ্ট
হাজার দু:খ,
তার মাঝেই খুঁজে চলি,
সুখের সন্ধানে।
রেল ষ্টেশনে,
কিংবা সদর ঘাটে,
খুঁজে যায় শুধু,
সুখের সন্ধানে।
রবীন্দ্রনাথ কিংবা
নজরুলের গানে,
খুঁজে চলছি
সুখের পানে।
কিন্তু সুখ
সে তো নাই।
শুধু মিছে মিছে,
ছুটে চলি
সুখের পিছে।
সবাই শুধু
সুখের খুঁজে চলে,
টাকার পিছু।
সব কথা,
সব ফেলে
সুখী হল সে,
নিজের মনকে
নিজে ভালো করে যে।।