অপেক্ষার প্রহর শেষে,
হেঁটে চলছি অচিন দেশে।
বিষন্ন মুখটি খানি
আঁচলে লুকিয়ে চলেছি তো চলেছি।
হঠাৎ থমকে দাঁড়ায়,
সামনে জানি কে দেখা যায়।
মুখ খানি তুলে দেখি,
হাসি মুখে তুমি দাঁড়িয়ে।
এক ফোঁটা অভিমানের
জল নিয়ে যাচ্ছি চলে ।
এই সময় হাতটা ধরে,
চলার পথ দিলে থামিয়ে।
আর হাসি মুখে বললে,
এমনটা আর হবে না।
তবুও একটু অভিমানী সুরে,
থাক্ বলে যেতে চাইলাম,
কিন্তু পারিনি,
তোমার হাসিমুখের কাছে,
আমার শত অভিমান হেরে গেছে,
হেরে গেছে সকল কষ্ট,
হেরে গেছে দুটি আঁখির
এক বিন্দু জল।
জিতে গেছে আমার
ভালবাসার সুপ্ত ফুল।।