দিনে আমি ব্যস্ত কাজে
         রাত্রে পুরো ছুটি ,
চোখে মোর ঘুম না এলে
কবিতা আমি লিখি ।
ভাবি মনে কবিতা লিখব
কম পড়ে যায় ছন্দ ,
তাই তো আমি ঠিক
করেছি ছন্দে লেখা বন্ধ ।
ছন্দ পদ্য লেখা সার ,
মনের ভাব রূপ পেয়ে
পদ্য হল গদ্যাকার ।
সরপি গাঁয়ের ছেলে আমি
অন্ডাল গাঁয়ে থাকি ,
জীবন মোর অন্ধকার
হয়েছি রাতের কবি ।।