জীবনের সবচেয়ে ভালো কবিতাটা
যেদিন লিখবো ভেবেছিলাম , সেদিন
না ছিল আমার কাছে সময় ,
না ছিল কোনো সেই মাপের কাগজ, যা ধরে রাখতে পারত  আমার কাগজের বুকে ক্ষত করে দেওয়ার মেন্টালিটি
সেদিন পকেটে পেন ও অবিশ্যি ছিল না ,
তবে তার আর আলাদা করে উল্লেখের প্রয়োজন পড়ে না
কারন ওরম লেখা লেখে, সে সাধ্যি
আমার কলেজ স্ট্রিট থেকে কেনা
ইউজ এন্ড থ্রো র ঘাড়ে নেয় |
তবুও আজ মনে হয় , লিখে ফেলা উচিত ছিল সেদিন
যেমন করে গাঢ় সবুজের বুকে
সন্ধ্যা লিখে দেয় তার নাম  অন্ধকার দিয়ে,
যেমন করে  চিৎকারে জানান দিয়ে যায়
সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু  তার প্রথম সংগ্রামের,
তেমনি কোনো চিরকালীন পন্থায় হাজির হতে হত আমাকে।
আমার মতো কবির পক্ষে কেবল একটা না লেখার যন্ত্রনা ,আজও আমাকে অবশ করে যায় প্রতিনিয়ত
তাই ভাবতে বসি কখনো ,
কেন লিখিনি সেদিন ?
বরাবরের মতো অজুহাত উত্তর দিয়ে যায়,'তোমাকে নিয়ে লেখা' বলেই
মন ক্ষনিকের সান্তনা কুড়োয়


আবার ফিরে যাবো সে রাতের নিম কালো আকাশে,
বোতল-গেলাস-সেলফোন আর জানলা পেরিয়ে
চোখ তখন বারবার আটকে যাচ্ছিল শূন্য আকাশে
না ,বুক চাপড়ে বলেনি আমিও তোমার মতই একা
বরং বলেছিল, শুকতারা ,তুমি প্রতিশ্রুতি দাও
আমার জীবনে তুমি ধ্রুব হয়ে রয়ে যাবে ।
পৃথিবী চুলোয় যাওয়ার পরে যেটুকু আকাশ বেঁচে থাকবে,
তুমি রেখে দেবে জায়গা তাতে আমার জন্য , আমাদের মত করে ।।


8/12/17