কান্না গুলোও একরকমের
ব্যতিক্রমী ছেনালী গায়
ভালোবাসায় কুঞ্জ  খোঁজে
মিলন বলতে মরণ বোঝায়


আমারও ভাই ছুঁকছুকে ভাব
সারির ভেতর শাড়ি ই খুঁজি
আমার আবার মনের অভাব
মানুষ বলতে শরীর বুঝি


মনের কোনে ফিচেল হাসি
মুখে দেখাও সাবিত্রী ভাব
আমার মুখ ও তীব্র ভীষণ
কথায় আমার মিষ্টি অভাব


হৃদয় আমার একটু খানিই
তাতেও তোমায় ভাগ দিতে চায়
মনের কথা স্পষ্ট বলো
দাবি আমার এটুকুটাই


পোষাচ্ছে না দাও ছেড়ে যাও
হয়তো আমি দুঃখ পাবো
ছিঁচ কাঁদুনি গান গেয়ো না
হাড়জুড়ানো খিস্তি দেবো ।।