রোজকেরে ওই ভাতের মতোই ,
অল্প অল্প জীবন কিনি
আমার কি আর তেমন এলেম,
অল্প কথায় তোমায় চিনি
বেরঙ্গীন এই সংসারেতে ,
অভাব নিয়েই গার্হস্থ্য
সময় কমের ঘুপচি ফ্ল্যাটে ,
ভালোবাসার বানপ্রস্থ
রঙের মধ্যে রঙ এনে দেয়,
সপ্তাহান্তে কাঁচের গেলাস
কাছের কিংবা দূরের মানুষ,
সবাই তখন একই কেলাস
এমনিতে খুব ভদ্র আমি ,
শান্ত শিষ্ট মিষ্টি স্বভাব
হুটহাট করেই প্রেমে পড়ি ,
চটজলদি মেটায় অভাব
এরই মধ্যে কখন-সখন ,
ক্ষণিককালীন আটকা থাকি
আবার ফিরি আবার সাজি,
ভালোবাসার খাজনা বাকি
এক হাত হাওয়ায় ভাসিয়ে দিয়ে
হাঁটছি আমি একলাটি মন
মনের মধ্যে প্রশ্ন কেবল ,
" কালীদা , তবে এই কি জীবন?"।।