একটা ছোটো কবিতার জন্ম দিয়ে
            গত হয়েছেন এক অল্পপেয়ে কবি৷
রোগ না নেশা
                জানা যায়নি এখনো৷
কবি ছিলো তো তাই মরণ অাধপাগলার
তবে একটা ছোট্ট কবিতাতে যতটুকু বলা যায়
তার বেশি বলার হুজ্জোতি করেন নি তিনি
তবে দোষ ছিলো তার—
প্রত্যেক কালো রাতে খোঁচা-খোঁচা দাড়ি
ভিজে যেত বন্ধুদের খাওয়ানো বিয়ারে
সেদিন হুঁশ থাকত না,                             সত্যি কথা,সত্যি করে বলে ফেলতেন সেদিন
তার শেষ কবিতাটা এখনো বোধগম্য হলনা,
   ইচ্ছে রইলো প্ল্যানচেটে দেখা করার৷৷