মাটির উপর খ্যাপা আকাশ,
মন চিনে যায় তাহার প্রকাশ।
এক ডালে তাহার দুঃখ বিলাস,
এক গাছেই তার মৃত্যু প্রয়াস।


সব হারা অটল বৃক্ষ, পা দুলিয়ে নিপুণ রুক্ষ –
এক নদীতে কন্যার স্নান, পরের খালে তে আমার দেহ দান।


রাইনের কোলে দাঁড়িয়ে আছি; সুখ দিচ্ছি তাহার মনে।


বাতাসে ভেসে যায় কবিতার সৃষ্টি,
পাখির গানে লুকিয়ে আছে ভাষা মৃত্যুর সৃষ্টি।
প্রতিটি ফুলে বসে আছে স্নেহ,
জীবনের কাহিনী লেখা মাটির পৃথিবীতে।


হারিয়ে যাওয়া সব সত্যের অবস্থান,
বৃক্ষের সোকায় বসে আছে অমর কবিতা প্রজ্ঞান।


পৃথিবী আমার ছায়া, বিশ্বে বিচ্ছিন্ন একাধিকার –
ভালোবাসা আমার কবি, মনে আমার শিখর;
হৃদয়ে আমার বাজে সুর, শোনে সকল দিকে।
আকাশে মেঘের ভেতর, ছুঁড়ে পড়ে সে গোধূলির মাঝে –


প্রবাহিত হৃদয় নদী, আঁচলে বৃষ্টির মাঝে।
হারানো ক্ষণে খুঁজি তার প্রেমে;
বীণায় রচিত সুরে, বৃক্ষে শোনা মনে
কবিতার আলোয় মুক্ত আলোর কন্যা, আমি তার পথে।


মাটির উপর খ্যাপা আকাশ,
মন চিনে যায় তাহার প্রকাশ।