জীবনে যার ছিল না কোনো কিছু;
       আজও নেই তেমন কিছু,
       তবুও যে তার জীবন থেকে বারবার
       হারিয়ে যায় অনেক কিছু!

       দূর আকাশের ঐ রূপালী চাঁদ,
       আলো দিয়ে ধরার কালো রাত–
       করে যায় আলোকিত অবিরত;
       কত যে ব্যথা তারও বুকে রোজ–
       হয়ে থাকে জমা, কে রাখে খোঁজ?
       দেখি ঐ মানুষ যত; শুধু স্বার্থান্ধ।।

       কত যে জীবন! কত যে মন!
       শত ভীড়ের মাঝে–
       চরম একা, খেয়ে যায় ধোকা
       রোজ সকাল-সাঁঝে।

       জগতে হায়; এমন শত জীবন,
       প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় যখন
       ডাকাডাকি করে অনেকে–
       চলতে গিয়ে আঁধার মাঝে;
       মানুষ যেমন জ্যোৎস্না খুঁজে,
       খুঁজে আকাশের চাঁদটাকে।।
---------------------------------------------
       ০৫/১১/২০১৯🖋️